Baharu Train Accident : ফের রেল লাইনে বসে মোবাইল গেমে বুঁদ, ট্রেনে ছিন্নভিন্ন দুই বন্ধু - two friends die in a train accident while playing mobile games

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2022, 5:16 PM IST

রেললাইনে বসে গেম খেলার খেসারত ৷ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর (two friend die in a train accident) ৷ মৃত দুই যুবকের নাম সৌরভ মারিক এবং রেজাউল শেখ । দু‘জনেরই বাড়ি বহুরু এলাকায় ৷ সৌরভ দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অন্যদিকে রেজাউল কাজ করতেন একটি বেসরকারি কোম্পানিতে । স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয় ৷ রেললাইনের ধারে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল তারা ৷ ট্রেনের আওয়াজ কানে যায়নি তাঁদের ৷ আর এই অসাবধানতাই ডেকে আনে চরম বিপদ ৷ কাকাপাড়া ক্রসিংয়ের কাছেই রেলে কাটা পড়ে দুই বন্ধু ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু‘জনের । খবর পাওয়া মাত্রই জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমেছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.