Heroin Seized in Purba Bardhaman : বর্ধমান থেকে বাজেয়াপ্ত 65 কোটির হেরোইন, গ্রেফতার বাবা-ছেলে - heroin seized in purba bardhaman

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 10, 2022, 4:43 PM IST

13 কেজি হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল-সহ দু‘জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল (heroin seized from purba bardhaman) । জানা গিয়েছে, ওই হেরোইনের বাজারমূল্য প্রায় 65 কোটি টাকা । পুলিশ জানিয়েছে, ধৃত বাবর মণ্ডল ও রাহুল মণ্ডল সম্পর্কে বাবা ও ছেলে । বছর ছয়-সাত আগে পূর্ব বর্ধমানের পাল্লার শ্রীরামপুর এলাকায় বসবাস করতে শুরু করে বাবর মণ্ডল (Purba Bardhaman news)। স্থানীয়রা জানতেন ওই ব্যক্তি জমি কেনাবেচা করে । তবে এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানার একটি পুরনো মামলায় অভিযুক্তদের বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ ৷ এদিন সূত্র মারফত খবর পেয়ে পূর্ব বর্ধমানে তাদের খুঁজতে বাড়িতে তল্লাশি চালাতেই 13 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয় ৷ অভিযুক্ত বাবর মণ্ডলের স্ত্রী সাবিনা বেগম বলেন, "আমাদের পোলট্রি ফার্ম আছে । কৌটো করে মুরগির খাবার আসত বলেই আমি জানি । ওই কৌটো সিল করা থাকত । তাই তাতে হেরোইন না অন্য কিছু থাকতো আমার জানা নেই । ওই কৌটোগুলো ছিল বলেই পুলিশ আমার স্বামী ও ছেলেকে ধরে নিয়ে গিয়েছে ।"ধৃতদের আজ হাওড়া আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.