তৃণমূল গঙ্গা, মানুষ ডুব দিয়ে পাপ ধুয়ে নেয় : ফিরহাদ - people used to dip in towash their sins
🎬 Watch Now: Feature Video
হওড়ায় প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর দলের উদ্দেশে পঁচা পুকুর মন্তব্যের সমালোচনা করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন ," তৃণমূলে থেকে আমি ক্ষমতা উপভোগ করব তারপর তৃণমূলের যখন ক্ষমতা চলে যাবে , প্রায় শেষ হয়ে যাবে তখন বিদ্রোহ করব । অর্থাৎ তাঁদের বলা হয় সুবিধাভোগী । আমি বিশ্বাস করি রথীনদা সুবিধাভোগী নন । উনি কেন একথা বলেছেন জানি না । যখন মেয়র হয়ে ছিলাম তৃণমূলের ক্ষমতা উপভোগ করলাম । আর এখন মেয়াদ শেষ হওয়ার সময় তৃণমূল পঁচা পুকুর হয়ে গেল, এটা মানায় না । তৃণমূল গঙ্গা , যেখানে মানুষ ডুব দিয়ে নিজের অনেক পাপ ধুয়ে নেয় । "