কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বারাসতে ট্রাক্টর মিছিল - কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল
🎬 Watch Now: Feature Video
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে ট্রাক্টর মিছিল । আজ সারা ভারত কৃষক সভার ডাকে গোপালনগর থেকে শতাধিক ট্রাক্টর বারাসতের দিকে মিছিল করে । কৃষক সভার জেলা কমিটির সভাপতি পঙ্কজ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয় । মিছিলে 200 বাইকও যোগ দেয় ।