Ajodhya Hills in Christmas : বড়দিনের উৎসবে পুরুলিয়ায় পর্যটকদের ঢল - পুরুলিয়ায় পর্যটন ব্যবসা
🎬 Watch Now: Feature Video
পাহাড়, নদী, জঙ্গল ঘেরা অযোধ্যা পাহাড় রুক্ষ পুরুলিয়ার অন্যতম আকর্ষণ ৷ শীতকালে এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় করেন পর্যটকেরা ৷ এবারেও বড়দিনে উৎসবের মেজাজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ৷ জাঁকিয়ে শীতের মরশুমে আনন্দে মাতোয়ারা পর্যটকেরা । ঠান্ডার আমেজে বন্ধু, পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এখানে এসেছেন তাঁরা । জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু পর্যটক ভিড় জমিয়েছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় । আর তাই পর্যটন মরশুমে ফুলেফেঁপে উঠছে পর্যটন ব্যবসাও । (Tourists gather in Ajodhya Hills of Purulia on eve of Christmas)