বছরের প্রথম দিনে পিকনিকের আমেজ মাইথনে - মাইথন জলাধার
🎬 Watch Now: Feature Video
বছরের প্রথম দিনে পিকনিকের আমেজ মাইথনে । এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বাস এবং অন্যান্য গাড়িতে চেপে মাইথনে আসেন। জলাধারের পাশে পিকনিকে মেতে ওঠেন। শীতের রোদ গায়ে মেখে, মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কাটিয়ে দেন বছরের প্রথম দিনটা। আনন্দ নেন মাইথনের বিশেষ আকর্ষণ নৌকাবিহারের ।