হচ্ছে না মানি এক্সচেঞ্জ, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত
🎬 Watch Now: Feature Video
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গত শুক্রবার থেকে বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত । ভারত-বাংলাদেশ সীমান্তে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিষেধ । যদিও ভারতে থাকা বাংলাদেশিরা নিজেদের দেশে ফিরে যেতে পারছেন । ইমিগ্রেশন চেকপোস্ট দপ্তর সূত্রেই জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে এই চেকপোস্ট দিয়েও বিদেশের কোনও যাত্রী কিংবা পর্যটক নতুনভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। তবে ইতিমধ্যেই যাঁরা ভিসা নিয়ে এপার থেকে ওপারে গিয়েছেন কিংবা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন তাঁরা নিজেদের দেশে ফিরতে পারবেন। চ্যাংরাবান্ধা সীমান্ত পর্যটক শূন্য থাকায় জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় মানি এক্সচেঞ্জ ,পরিবহন ক্ষেত্রে ব্যবসা প্রায় বন্ধের মুখে বলে জানান এক্সচেঞ্জ কাজের সঙ্গে যুক্ত কর্মচারীরা ৷ সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ ব্যবসায়ী তাঁদের দোকান বন্ধ করে দিয়েছেন৷