Asansol police on road safety : আসানসোল পুলিশের অভিনব উদ্যোগ, 30 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে হেলমেট - helmets on 30 percent discount
🎬 Watch Now: Feature Video
হেলমেটবিহীন বাইক আরোহীদের জরিমানা করেও তেমন লাভ হচ্ছে না ৷ জরিমানার ভয়ে হেলমেট পরে বাড়ি থেকে বেরোনোর প্রবণতা বাড়ার তেমন লক্ষণ নেই ৷ তাই এবার পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল আসানসোল পুলিশ (Asansol police on road safety) ৷ হেলমেটবিহীন আরোহীদের ফাইন না করে পাঠিয়ে দেওয়া হচ্ছে হেলমেটের দোকানে ৷ পুলিশের উদ্যোগে ও আসানসোলের ব্যবসায়ীদের সহযোগিতায় যেখানে 30 শতাংশ কমে মিলছে হেলমেট (helmets on 30 percent discount) ৷ দোকানগুলি পথের ধারে বিভিন্ন মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে ৷ সেখান থেকে হেলমেট কিনলে তবেই মুক্তি ৷