"হয় মারুন না হলে দু'মিনিট কথা শুনুন"; মমতার গাড়ি আটকালেন তৃণমূল কর্মী - tmc worker appeals mamata to listen him

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 15, 2020, 9:57 PM IST

"হয় আমাকে মারুন, না হলে দু' মিনিট কথা শুনুন" । মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে বললেন প্রবীণ তৃণমূল কর্মী রাজেন রায় । আজ পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠি থেকে সড়কপথে অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ও ক্লাবের সভাস্থলে যাওয়ার সময় পোস্ট অফিস মোড় এলাকায় আচমকাই তাঁর গাড়ি আটকে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েন জলপাইগুড়ি পাহাড়পুরের বাসিন্দা পেশায় কৃষক রাজেন রায় । ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা ৷ রাজেনবাবু তাঁদের বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাই ।" মুখ্যমন্ত্রী গাড়িতে বসেই রাজেনবাবুর কথা শোনেন । রাজেনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন, দলের বহু পুরোনো কর্মী ঘরে বসে আছেন ৷ তাঁরা কাজ করতে পারছেন না । বিষয়টা দেখার জন্য আবেদন করেন । জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের মধ্যে বর্ষাকালে 20টি ওয়ার্ডই জলমগ্ন হয়, এমন অভিযোগও করেন তিনি । এর আগেও গোসালা মোড়ে মুখ্যমন্ত্রীর কনভয় আটকেছিলেন এই তৃণমূল কর্মী ৷ সেবার পাহাড়পুর গ্রামের জলের সমস্যার কথা বলেন তিনি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.