Agitation in Chandannagar : পছন্দ নয় প্রার্থী, চন্দননগরে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের - চন্দননগরে তৃণমূল প্রার্থীকে নিয়ে বিক্ষোভে সরব কর্মী সমর্থকরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 1, 2022, 10:07 AM IST

চন্দননগরে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ পিছু ছাড়ছে না কিছুতেই (Agitation against the TMC candidate in Chandannagar)। চন্দননগর পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডের পর 33 নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ অব্যাহত। প্রার্থী পছন্দ না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় 33 নম্বর ওয়ার্ডে মিছিল করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । স্লোগান ওঠে সীমা রায় চৌধুরীকে প্রার্থী হিসাবে চান না তাঁরা । দলের প্রার্থী বদল করতে হবে । তাঁর বদলে প্রাক্তন কাউন্সিলর শিবানন্দ মজুমদারকে প্রার্থী হিসাবেই পছন্দ তাঁদের । তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, গত কয়েকবছর ধরে রাজনীতির সঙ্গে সেভাবে যুক্ত নন সীমা রায় চৌধুরী। তা সত্ত্বেও টিকিট পান কী করে । প্রাক্তন কাউন্সিলর শিবানন্দ মজুমদার বলেন, কোভিডের সময় 6 মাস ধরে মানুষকে খাবার দিয়েছি । ওয়ার্ডে বহু উন্নতি করেছি । পার্টির সঙ্গে যাঁর কোনও সম্পর্ক নেই তাঁকেই দল প্রার্থী হিসেবে করেছে । এটা কেউ মেনে নিচ্ছে না । মানুষ চায় প্রার্থী বদল করুক দল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.