উত্তরপাড়া থেকে দাঁড়াক, গোবর জলে ধুয়ে দেব ; প্রবীর ঘোষালকে কটাক্ষ কল্যাণের - কল্যাণ বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10532193-thumbnail-3x2-llll.jpg)
উত্তর 24 পরগনার কোন্নগরে তৃণমূলের পদযাত্রা থেকে সদ্য বিজেপিতে যাওয়া প্রবীর ঘোষালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "ভদ্রলোকের রক্ত গায়ে থাকলে প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে দাঁড়াক ৷ রেজাল্টের দিন গোবর জল দিয়ে ধুয়ে দেব ৷"