উন্নয়নের প্রশ্নে ক্ষুব্ধ TMC মাইনোরিটি সেল, মলয়ের বদলে মুসলিম প্রার্থী দাবি
🎬 Watch Now: Feature Video
মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকাতেই উন্নয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা। আর তাই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এবার বিধানসভা ভোটে তাঁরা মুসলিম তৃণমূল প্রার্থী দাবি করেছেন। আজ আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আসানসোল পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান গুলাম সরোবর, বিদায়ী কাউন্সিলর হাজি নাসো, ওয়াসিম উল হক, ছিলেন আসানসোল পৌরগিমের আইনি উপদেষ্টা রবিউল ইসলাম সহ অনান্যরা। এঁরা প্রত্যেকেই তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা। রবিউল ইসলাম জানান, "আসানসোল উত্তর কেন্দ্রে 30 থেকে 35 শতাংশ মানুষ সংখ্যালঘু। এতদিন ধরে নিজের কথা বলার সুযোগ পাননি। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু বিধায়ক হোন। ESI হাসপাতাল হোক কিংবা অন্য কিছু কোথাও সংখ্যালঘু যুবক যুবতিরা সুযোগ পাননি।' 'অন্যদিকে প্রাক্তন বোরো চেয়ারম্যান গুলাম সরোবর জানান, "রাজ্যে উন্নয়ন হলেও, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত আসানসোল উত্তরের সংখ্যালঘুরা। গত 10 বছর দেখছি। তাই এবার সংখ্যালঘু প্রার্থীই চাই।"