আদিবাসীদের বাড়িতে খেয়ে নাটক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আক্রমণ তৃণমূল নেতার

By

Published : Nov 9, 2020, 2:36 PM IST

thumbnail

গঙ্গারামপুরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন জেলা যুব তৃণমূল সভাপতি । গতকাল গঙ্গারামপুর পৌরসভার চৌপথি এলাকায় গঙ্গারামপুর শহর ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি মৃণাল সরকার-সহ আরও অনেকে । সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার বলেন, অমিত শাহ রাজ্য সফরে এসে এক আদিবাসীর বাড়িতে দুপুরে ভাত খাওয়ার নাটক করেছেন ৷ তিনি আরও বলেন, এতদিন পর্যন্ত আদিবাসীদের জন্য কোনও উন্নয়ন করতে দেখা যায়নি BJP-কে । আগামী নির্বাচনে আদিবাসীদের মন জোগাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদিবাসীর বাড়িতে আহার গ্রহণ করেন । অমিত শাহজি নাটক করছেন, তা সবাই বুঝতে পেরেছে ৷ আগামী নির্বাচনে BJP একটা ভোটও পাবে না ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.