নিজের দল গড়ে দেখান, শুভেন্দুকে চ্যালেঞ্জ আবু তাহেরের - TMC
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9496125-thumbnail-3x2-tmc.jpg)
মুর্শিদাবাদে গিয়ে কেউ দল ভাঙার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না । বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান । কার্যত তিনি নাম না করে শুভেন্দু আধিকারীকে হুঁশিয়ারি দেন । শুভেন্দুর প্রশংসা করায় বিধানসভা ভোটে অধীর চৌধুরিকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেন তিনি । প্রয়োজনে নিজের দল গড়ে দেখান বলে শুভেন্দুকে চ্যালেঞ্জও ছোড়েন আবু তাহের ।