"ওয়েটিং লিস্টে নাম ছিল না, পরেশ অধিকারীর মেয়েকে এসএসসিতে চাকরি দিয়েছে সরকার" - চন্দননগরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
"পরেশ অধিকারীর মেয়ের ওয়েটিং লিস্টে নাম ছিল না ৷ তৃণমূলে যোগ দেওয়ার জন্য এসএসসি-তে চাকরি দিয়েছে ৷" চন্দননগরের সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে বলেন, "এই সরকারকে যদি তাড়াতে না পারেন চাকরি হবে না ৷"