নিতুড়িয়ায় পুজোর থিমে কোরোনা সচেতনতা - This year's theme of Durga Puja Committee in purulia nituriya is Corona Awareness
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকার নিতুড়িয়ার সড়বড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম কোরোনা সচেতনতা । মূলত কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করণীয় সেইসব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে । সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মূর্তি । আদালতের নির্দেশমতো কোরোনা স্বাস্থ্যবিধি মেনে পুজো প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে । মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ । তবে, বর্তমান পরিস্থিতিতে দর্শনার্থীর সংখ্যা খুবই কম । এবিষয়ে ETV ভারতের ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিলেন দর্শনার্থী ও পুজো কমিটির সদস্যরা ৷ শুনে নিন . . .