মমতার থেকে বড় তোলাবাজ আর কেউ নন : সুজন - Cpim
🎬 Watch Now: Feature Video
"দলে চোর ভরে গেছে, প্রোমোটিংয়ে ভরে গেছে । আর ওঁর এত বছর পর সম্বিত ফিরছে । এই রাজ্যে চোর, লুটেরারা মিলে একটি দল তৈরি করেছিল । সেই দলের নাম দিয়েছিল তৃণমূল কংগ্রেস । আর সেই দলের নেত্রী হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিল । সেই কারণেই মুখ্যমন্ত্রী বলতেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি । কিন্তু এখন আর পারছেন না । 1 কোটি 86 লাখ টাকা দিয়ে ছবি বিক্রি করেছিলেন মুখ্যমন্ত্রী । ওঁর চেয়ে বড় 'তোলাবাজ' আর কে হতে পারেন । এবার ভয় কাজ করছে । উনি বুঝতে পারছেন যে পথে চলেছেন, সেই পথেই বিনাশের ব্য়বস্থা হচ্ছে । তাই ভয় পেয়ে এইসব কথা বলছেন ।" গতকাল SSK ও MSK-তে শিক্ষকদের বিক্ষোভ সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । দেখুন ভিডিয়ো...
Last Updated : Jun 19, 2019, 9:50 AM IST