Safe Drive Save Life : বাঁকুড়ার ব্ল্যাকস্পটে পথনাটিকায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি - বাঁকুড়ায় সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগে বাঁকুড়া জেলার ধলডাঙ্গা মোড়কে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন ৷ বাঁকুড়া জেলায় প্রবেশ করতে হলে এই ধলডাঙা মোড়ের উপর দিয়ে যেতে হয় ৷ প্রতিদিন হাজারো যানবাহনের আনাগোনা ৷ দুর্ঘটনা কমাতে বাঁকুড়া থানার পক্ষ থেকে এই ধলডাঙ্গা মোড়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর কর্মসূচি নেওয়া হয় (theatrical performance to promote safe drive save life in bankura) । পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় ৷ এবং হেলমেটবিহীন আরোহীদের পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর আইসি দেবাশিস পান্ডা-সহ থানার একাধিক পুলিশ কর্তা ।