জলমগ্ন সুন্দরবনের একাধিক গ্রাম, পানীয় জলের হাহাকার

🎬 Watch Now: Feature Video

thumbnail
ঘূর্ণিঝড় যশ গোসাবার মানুষকে হাতেও মেরেছে, ভাতেও মেরেছে ৷ ঝড়ের দাপটে উড়ে গিয়েছে ঘর । জলস্রোতে ভেসে গিয়েছে সর্বস্ব । একফোঁটা পানীয় জলের জন্য হাহাকার পড়েছে গ্রামে গ্রামে । পানীয় জলের সংকটে ভুগছে গোসাবার পাখিরালা, রাঙাবেলিয়া, লাহিড়িপুর, কুমিরমারি-সহ বিভিন্ন গ্রামগুলি ৷ এলাকায় পানীয় জলের জন্য যে টিউবয়েলগুলি, সেগুলি সবই জলের তলায় ৷ নদীবেষ্টিত এই দ্বীপ এলাকায় তাই তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন সুন্দরবনবাসী । পানীয় জলের জন্য জমা জল ঠেঙিয়ে যেতে হচ্ছে অনেককে । পানীয় জলের যোগান মেটাতে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে পাশের গ্রামে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে মানুষকে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.