প্রতিদিন নবান্ন থেকে BJP কর্মীদের খুন মেনে নেওয়া হবে না: সৌমিত্র খাঁ - BJP সাংসদ সৌমিত্র খাঁ
🎬 Watch Now: Feature Video
BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "প্রতিদিন নবান্ন থেকে BJP কর্মীদের খুন করা হবে এটা মেনে নেওয়া হবে না । বাংলায় তালিবানি শাসন চলছে । এর প্রতিবাদে শুধু বাগনান নয় দরকার হলে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা অবরোধ করব । গুলি করে মৃত্যু হওয়া BJP কর্মীর কোরোনা ছিল বলে যা লেখা হয়েছে আমার মনে হয় তা সম্পূর্ণ ভুল । নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো পুলিশ নিয়ে যদি সন্ত্রাসের রাজনীতি করতে চান তাহলে তা মেনে নেওয়া হবে না । এর প্রতিবাদ আমরা করব ।"