দৌরাত্ম্য রুখতে টোটোর গায়ে কালি - Campaign
🎬 Watch Now: Feature Video
শহরের বড় রাস্তায় টোটো দৌরাত্ম্য রুখতে অভিনব পদেক্ষপ । টোটোয় কালি লেপা অভিযান শুরু করল শিলিগুড়ি পুলিশ । এক পুলিশ কর্তা জানান, মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী, টোটো চালকদের বিরুদ্ধে কোনও কেস হয় না । তাই শাস্তি দিতে কালি লেপা হচ্ছে। শিলিগুড়ির বিধান রোড, হিলকার্ট রোড ও সেবক রোডে টোটোয় কালি লেপা হয় । দেখুন ভিডিয়ো...