লাইল্লা পাগলার জায়গা নেই এই রাজ্যে, ওয়েইসিকে কটাক্ষ ত্বহার - ত্বহা সিদ্দিকী
🎬 Watch Now: Feature Video
"লাইল্লা পাগলার জায়গা নেই এই রাজ্যে"। এই ভাষাতেই আসাদুদ্দিন ওয়েইসিকে কটাক্ষ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ তিনি বলেন, এই রাজ্যে উন্নয়নের পক্ষে ভোট হবে । যারা সাম্প্রদায়িক তাদের রাজ্যের মানুষ জনবিচ্ছিন্ন করবেন। নিজের ভাইপো আব্বাস সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন," ও পাগল। আজ কাল দল করব বলে যাচ্ছে। একের পর এক দিন বদলাচ্ছে।" তিনি আরও দাবি করেন, এই বাংলায় সাম্প্রদায়িক বাঘ আসার জন্য উঁকি মারছে। তাই হিন্দু-মুসলিম-শিখ-ঈশাই সকলে মিলে তাকে রুখতে হবে । তিনি আরও অভিযোগ করে বলেন, বাংলার ধর্ম সম্প্রীতিকে নষ্ট করার জন্য সব ধর্মের ধর্মগুরুদের নামানো হয়েছে। তার জন্য অনেক কোটি টাকা খরচ করছে। তিনি ওই সভা থেকে সকলকে আবেদন করেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন,সিজ়নের শিয়ালের কোনও দাম নেই। বরং তিনি অল সিজ়নের বাঘের সঙ্গে আছেন।