আগে চাল চুরি করেছে, এখন বিজেপির স্লোগান চুরি করছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 25, 2021, 7:14 PM IST

মমতা বিজেপির স্লোগান চুরি করছে ৷ তমলুকে কটাক্ষ শুভেন্দুর ৷ সোমবারের তমলুকের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, "এর আগে জানতাম লকডাউনে চাল চুরি করেছে, আমফানের সময় ত্রিপল চুরি করেছে, কোরোনার মোদিজির পাঠানো টিকা চুরি করেছে ৷ এবার ওদের নেত্রী বিজেপির স্লোগান চুরি করছে ৷ পড়শুড়াতে বলছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তৃণমূল হরে হরে ৷" এরপর শুভেন্দুর কটাক্ষ, "হরিবোল হরিবোল হয়ে গেছে ৷ আর কৃষ্ণনাম করে কিছু হবে না ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.