Suvendu Adhikari : পানিহাটিতে শ্যামাপ্রসাদের মূর্তি উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12030692-thumbnail-3x2-suvendu.jpg)
কেশপুরে চায়ের দোকানে বিজেপি কর্মীদের বসা নিয়ে ফতেয়া জারি করা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বাংলার চল্লিশ লক্ষ শ্রমিক বাংলার বাইরে গাজিয়াবাদ, নয়ডায় কাজ করেন ৷ সেখান আমরা ইচ্ছা করলে তাঁদের কাজ বন্ধ করে দিতে পারি ৷ কিন্তু বিজেপি এই রাজনীতি করে না ।" পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের কয়লা, বালি গায়ে লাগাতে বারণ করেন ৷ সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "হলে ভাল ৷ তবে নিজের ঘর থেকে শুরু করলেই ভাল ।" শনিবার পানিহাটিতে ভেঙে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি দলীয় কর্মীদের হাতে তুলে দিতে এসে এই কথা বলেন বিরোধী দলনেতা ৷