পুজো নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাই, তারপর সিদ্ধান্ত নেব : সুজিত বসু - দুর্গাপুজো
🎬 Watch Now: Feature Video
রাজ্যের প্রতিটি দুর্গাপুজো মণ্ডপে নো এন্ট্রি ঘোষণার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের তরফে বলা হয়েছে, বড় পুজো মণ্ডপে সবাইকে নো এন্ট্রি ও বাফার জ়োন রাখতে হবে । এনিয়ে শ্রীভূমি ক্লাবের উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু ETV ভারতকে বলেন, ‘‘আদালতের রায় এখনও হাতে পায়নি । এ বিষয়ে বেশি বলব না । আগে রায়ের কপি হাতে পাই তারপর সিদ্ধান্ত নেব ।’’