Sujan Chakraborty criticizes Govt : লাটসাহেবের মেজাজে চলছে তৃণমূল সরকার, কটাক্ষ সুজন চক্রবর্তীর - লাটসাহেবের মেজাজে চলছে তৃণমূল সরকার
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর ভাই কোভিড বিধিনিষেধ মানছেন না ৷ একথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন ৷ কিন্তু তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্ন তুললেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী ৷ রাজ্যের করোনা পরিস্থিতি সঙ্কটজনক ৷ এই অবস্থায় গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela 2022) এবং পৌরনির্বাচন স্থগিত রাখার দাবি জানান তিনি ৷ সুজন বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন ওয়ার্ক ফ্রম হোম । চারটে পৌর নির্বাচন হচ্ছে, সেখানে মানুষ শুনছেন ভোট ফর লুট । এই ঘটনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব ।" নির্বাচনের দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক হয়নি, জানালেন বাম নেতা ৷ তাই বর্তমান পরিস্থিতিতে আবার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, সব দলকে ডেকে ভোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিলেন তিনি ৷ তাঁর মতে রাজ্যে তৃণমূল সরকার লাটসাহেবের মেজাজে চলছে ৷ (Sujan Chakraborty criticizes Mamata Banerjee over Covid Protocol)