হুগলির 14 টি পুরসভা ও 7 টি গ্রামীণ এলাকায় কড়া লকডাউন - ওয়াই রন্তাকর রাও
🎬 Watch Now: Feature Video
রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এই অবস্থায় হুগলি জেলায় একাধিক এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছিল আগেই । এবার আরও কিছু অঞ্চল জুড়ে কনটেনমেন্ট জ়োনগুলিতে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সেই মতো জেলার 21টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও । শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জ়োনগুলি রয়েছে 14 টি পৌরসভা ও 7 টি গ্রামীণ এলাকায় । এলাকাগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত হয়েছে ৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া যাবতীয় দোকানপাট বন্ধ থাকবে ৷ বন্ধ থাকবে অফিসও ৷