জিততে চলেছেন শতাব্দী, ক্রেডিট 'কেষ্টদা'-কে - siuri
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3364473-thumbnail-3x2-satabdi.jpg)
এখনও চূড়ান্ত ফলপ্রকাশ না হলেও ট্রেন্ড বলছে এবারও বীরভূম কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জিততে চলেছেন । এই প্রসঙ্গে শতাব্দীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "জয়ের ফাইনাল অ্যানাউন্সমেন্ট হলে তখন সেলিব্রেট করব, আনন্দ করব। বীরভূমবাসীর কাছে আমি কৃতজ্ঞ ।" তবে এর ক্রেডিট অবশ্য তিনি দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কর্মী-সমর্থকদের দিয়েছেন । বলেন, "সংগঠনকে কেষ্টদা অনেক বেশি শক্তিশালী করেছেন । মিটিং-মিছিল করে সংগঠনকে উজ্জীবিত করেছেন ।" ভিডিয়োয় দেখুন...
Last Updated : May 23, 2019, 6:46 PM IST