দক্ষিণ দিনাজপুরে টিকাকরণ প্রস্তুতি তুঙ্গে - দক্ষিণ দিনাজপুরের মোট ছয়টি জায়গায় কাল দেওয়া হবে কোরোনা ভ্যাকসিন
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, কুশমন্ডি, হিলি গ্রামীণ হাসপাতাল, খাসপুর স্বাস্থ্য কেন্দ্র এবং গঙ্গারামপুর ও বালুরঘাট হাসপাতাল, মোট ছয়টি জায়গায় কাল দেওয়া হবে কোরোনা ভ্যাকসিন । আগামীকাল প্রতিটি সেন্টারে 100 টি করে মোট 600 জনকে ভ্যাকসিন দেওয়া হবে । ইতিমধ্যেই বুধবার সন্ধ্যায় বালুরঘাটে ভ্যাকসিনের কুড়ি হাজার পাঁচশো ডোজ পৌঁছেছে । পুলিশি প্রহরায় সাড়ে সাত ডিগ্রি সেন্টিগ্রেডে এই ভ্যাকসিন আনা হয়েছে । একইসাথে এসেছে 42 হাজার সিরিঞ্জ । জেলার ছয়টি সেন্টারেই ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে ।