তৃণমূল আল কায়দা জঙ্গি তৈরি করছে : সৌমিত্র খাঁ - BJP
🎬 Watch Now: Feature Video
তৃণমূল কংগ্রেস আল কায়দা জঙ্গি তৈরি করছে । গতকাল দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । এর বিরুদ্ধে 6 অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেন তিনি । তাঁর আরও অভিযোগ, "এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি জয় শ্রীরাম বলতে দেন না । কিন্তু আল-কায়দা জঙ্গি তৈরি করেন । বিভিন্ন পুলিশকর্মী শাসকদলের দাসে পরিণত হয়েছে এবং তারাই জঙ্গি তৈরি করছে । NIA 9 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে । কিন্তু দেখা যাবে এর সঙ্গে অনেক তৃণমূলের বড় বড় রাঘববোয়াল জড়িত ।" গতকাল এই অনুষ্ঠান থেকে বংশীহারী ব্লক এলাকার প্রায় 50টি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় ।