Bengal Civic Polls 2022 : তৃণমূল ছেড়ে নির্দল হয়ে লড়াইয়ের পথে সোনারপুরের বিদ্রোহী উত্তম - Latest News on TMC
🎬 Watch Now: Feature Video
পৌর নির্বাচনকে (Bengal Civic Polls 2022) কেন্দ্র করে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের সোনারপুর-রাজপুর পৌরসভায় (Sonarpur Rajpur Municipality) ভাঙন অব্যাহত । এবার তৃণমূল ছাড়লেন 24 নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম সরকার । তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়াবেন বলেও জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত এই ওয়ার্ডে বিগত পাঁচ বছর ধরে কাউন্সিলর ছিলেন ৷ ওয়ার্ডের কোনও উন্নয়ন তিনি করেননি ৷ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি করেছেন ৷ অথচ তাঁকেই প্রার্থী করেছে দল । দলের কর্মীদের নিয়ে গতকাল উত্তম দল ছেড়ে নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিলেন । অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিতের দাবি, সাধারণ তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে আছেন । এই ওয়ার্ডে তাঁর জয় হবে নিশ্চিত ।