Snowfall In Darjeeling : বরফে ঢাকল শৈলশহর
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার সকাল থেকেই বরফের চাদরে মুড়ে গেল জলাপাহাড় থেকে শুরু করে ঘুম, জোরবাংলো, তিন মাইল-সহ দার্জিলিংয়ের একাধিক এলাকা (Snowfall In Darjeeling) ৷ পাহাড়ের পাশাপাশি সমতলেও এদিন সকাল থেকে তুষারপাত হতে শুরু করে ৷ বছরের শুরুতে পাহাড়ে সেরকম পর্যটক না থাকলেও তুষারপাতে খুশি পাহাড়বাসী ৷ বরাবরই বছরের শুরুতে পাহাড়ে তুষারপাত হয়ে থাকে ৷ এবছরও বরফে ঢাকল শৈলরানি ৷