লকডাউনে কবিপ্রণাম শিলিগুড়িতে - Siliguri mayor and minister Gautam Deb celebrate Rabindra Jayanti
🎬 Watch Now: Feature Video
আজ 25 বৈশাখ ৷ রবীন্দ্রনাঠ ঠাকুরের 160 তম জন্মদিবস ৷ এদিন শিলিগুড়িতে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মন্ত্রী গৌতম দেব এবং মেয়র অশোক ভট্টাচার্য । প্রতি বছর নানা অনুষ্ঠান হলেও এবার কোরোনা সতর্কতায় বাতিল করা হয়েছে সব কর্মসূচি । শিলিগুড়ির বাঘাযতীন পার্কে খালি গলায় গান গেয়ে শ্রদ্ধা জানান রবীন্দ্র অনুরাগীরা ।