হাতে পদ্ম, বিশ্বশান্তির বার্তা সোনাঝুরির দুর্গাপুজোয় - Birbhum durga puja 2019
🎬 Watch Now: Feature Video
শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে হীরালিনী দুর্গাপুজোয় দেবীর হাতে নেই অস্ত্র ৷ আছে পদ্মফুল ৷ অ্যামেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর বিশ্বশান্তির বার্তা দিতেই পুজো কমিটির এই উদ্যোগ ৷ 19 বছর আগে শিল্পী বাঁধন দাস একটি দুর্গাপুজোর সূচনা করেন । সেই সময় বিশ্বশান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস সিদ্ধান্ত নেন দেবীর হাতে কোনও অস্ত্র থাকবে না । অস্ত্রের পরিবর্তে থাকবে পদ্মফুল । সেই থেকে এই রীতি চলে আসছে । তাঁর মৃত্যুর পর তাঁর প্রিয় ছাত্র আশিস ঘোষ পরম্পরা বজায় রেখে এই পুজো করে আসছেন ৷