দমদম-বারাসত মেট্রো প্রকল্প চালু করার দাবি - মেট্রো প্রকল্প
🎬 Watch Now: Feature Video
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালে দমদম থেকে বারাসত পর্যন্ত মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন । মোট 16 দশমিক 80 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে দশটি স্টেশন করার প্রস্তাব ছিল । প্রথম দফায় 460 কোটি টাকাও বরাদ্দ হয়েছিল । নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত কাজ শুরু হওয়ার পর বারাসাতে জমি নিয়ে সমস্যা দেখা দেয় । বারাসতের বাসিন্দাদের একাংশ দাবি তোলেন, মেট্রো প্রকল্পের জন্য অপ্রয়োজনীয়ভাবে জমি নিচ্ছে রেল । তাই কাজ বন্ধ হয়ে যায় ।