কী সুখবর দিল শোভা ও নোয়েল ... - পান্ডা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2021, 3:10 PM IST

এক মাস কাটতে না কাটতেই ফের সুখবর দার্জিলিং চিড়িয়াখানায় । বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের তোপকেদাড়া রেড পান্ডা কনজারভেশন ব্রিডিং সেন্টারে জন্ম নিল আরও দুই রেড পান্ডা শাবক । শোভা ও নোয়েল দম্পতির ওই দুই শাবক মিলিয়ে তোপকেদাড়ায় রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়াল 25 টিতে । চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মা ও দুই শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে । 24 ঘণ্টা শাবক ও মা পান্ডার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন পশু বিশেষজ্ঞরা । তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য বন কর্মীদের যাতায়াতেও কিছুটা রাশ টানা হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার অধিকর্তা ধর্মদেও রাই ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.