বাংলায় আসল পরিবর্তন আনতে হবে, মন্তব্য গিরিরাজের - কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোলকুঠি বাস টার্মিনাল থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথে সূচনা হল ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এই রথযাত্রার সূচনা করেন । এখান থেকে পরিবর্তন যাত্রার রথ বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন,"বাংলায় পরিবর্তনের পরিবর্তন ঘটবে। একুশে বিজেপি সরকার গঠন করবে।" তিনি অভিযোগ করে বলেন বাংলায় প্রায় 200 জন বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে।