রেল বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে কোচবিহারের - রেল বাজেট ঘিরে প্রত্যাশা কোচবিহারের
🎬 Watch Now: Feature Video
বাংলাদেশের মধ্য দিয়ে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চালু করা হোক ৷ কোচবিহারের মহারাজাদের নামে কোচবিহার থেকে কলকাতা কিংবা দিল্লিগামী একটি ট্রেন চালু করা হোক ৷ উন্নত যাত্রী পরিষেবার পাশাপাশি কোচবিহার থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেনেরও দাবি রয়েছে ৷ আসন্ন বাজেট ঘিরে এমনই একগুচ্ছ দাবি ও প্রত্যাশা জানালেন কোচবিহারবাসী ৷
Last Updated : Jan 28, 2020, 10:58 PM IST