কোরোনা-ভীতির মধ্যেই বাবুবাগানের মণ্ডপে জমায়েত দর্শনার্থীদের - Pujo Porikroma 2020

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 24, 2020, 11:03 AM IST

মহাসপ্তমীর সন্ধেয় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে চোখে পড়ল দর্শনার্থীদের কমবেশি জমায়েত । এই তালিকা থেকে বাদ পড়ল না ঢাকুরিয়ার বাবুবাগান ক্লাবের পুজোমণ্ডপ । এবার তাদের থিম- রূপসী বাংলা । মণ্ডপের সামনেই রয়েছে গোরুর গাড়ি , কোথাও ময়রা মিষ্টি তৈরি করছে , কোথাও ঢেকি ভাঙছে গ্রামের মহিলারা । সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে মণ্ডপে । মহামারী কাটিয়ে গ্রামের এই স্নিগ্ধ পরিবেশে আবার মায়ের পুজো হচ্ছে । এই ভাবনা থেকে এবারের থিম বলে জানান পুজো উদ্যোক্তা । সপ্তমীর সন্ধে থেকেই বাবুবাগানের এই অভিনব থিমের পুজো দেখতে কম-বেশি ভিড় জমাতে দেখা যায় দর্শনার্থীদের । উদ‍্যোক্তাদের দাবি, দ্বিতীয়ায় এই পুজো উদ্বোধনের পর থেকে দর্শনার্থীরা মণ্ডপে আসতে শুরু করেছেন । তবে, দর্শনার্থীদের মধ্যে কোনও সামাজিক দূরত্ব ছিল না বললেই চলে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.