কুর্মিদের হুড়কা জ্যাম কর্মসূচির ফলে অবরুদ্ধ জঙ্গলমহল - Junglemahal

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 7, 2021, 5:40 PM IST

কুর্মিদের ডাকা হুড়কা জ্যাম কর্মসূচির ফলে অবরুদ্ধ হয়ে পড়ল জঙ্গলমহল । কুর্মি সমন্বয় মঞ্চের উদ্যোগে মোট 26 দফা দাবিকে সামনে রেখে আজ ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই চার জেলায় বনধ ঘোষণা করা হয় । তার জেরে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রামের নানা প্রান্তে রাস্তা অবরোধ করা হয় । কোথাও আবার বাজার, দোকানপাটও বন্ধ রাখা হয় । এর ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । বৃহস্পতিবার সকালেই কুর্মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার কলেজ মোড়ে পথ অবরোধ করা হয় । পরে সকাল আটটা নাগাদ মানিকপাড়া বিবেকানন্দ মোড় এবং সকাল ন'টা নাগাদ গুপ্ত মনিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় । ফলে যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে । কুর্মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলি পূরণ না হওয়ার জন্য আজ তারা রাস্তায় নেমেছে এবং হুড়কা জ্যাম কর্মসূচি নিয়েছে । তাদের এই কর্মসূচির জন্য যে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে । তার জন্য মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে তারা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.