নিরাপত্তা, স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে হাওড়ায় বিক্ষোভ চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের - health worker protest
🎬 Watch Now: Feature Video
চাকরিতে নিরাপত্তা, স্থায়ীকরণ এবং মাসিক বেতন বৃদ্ধির দাবিতে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে আজ বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা । পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দিলে বিক্ষোভ দেখানো হয় বঙ্কিম সেতুর নিচে । তাঁদের অভিযোগ, স্থায়ী কর্মীদের মতো সমপরিমাণ কাজ করা সত্ত্বেও তাঁরা তাঁদের এক তৃতীয়াংশ বেতন পাচ্ছেন । অন্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত । এই বৈষম্য দূর করার জন্যই তাঁরা এই আন্দোলনে নেমেছেন । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ ভবানী দাস বলেন, চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের যে দাবি তা সঙ্গত বলে তিনি মনে করেন । এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন ।