Cooch Behar : 500 বছরের প্রথা মেনে রাধাষ্টমীতে বড়দেবীর পুজোর ময়নাকাঠ প্রতিস্থাপিত হল কোচবিহারে - বড়দেবীর পুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 14, 2021, 9:19 PM IST

কোচবিহার রাজবাড়ির দুর্গাপুজো হয় দেবীবাড়ি মন্দিরে ৷ যা এখানে বড়দেবীর পুজো বলে পরিচিত ৷ মঙ্গলবার রাধাষ্টমীর পুণ্যতিথিতে বিশেষ পুজোর মধ্যে দিয়ে ময়নাকাঠ প্রতিস্থাপিত হল সেই দেবীবাড়ি মন্দিরে । এই ময়নাকাঠের উপরেই গড়ে উঠবে বড়দেবীর মূর্তি । বিগত 500 বছরের বেশি সময় ধরেই এই প্রথা চলে আসছে কোচবিহারে । রাজাদের আমল থেকেই কোচবিহারে দুর্গাপুজোর সময় বড়দেবীর পুজো হয়ে থাকে । এই বড়দেবীকেই কোচবিহারে দুর্গা বলে মানা হয় ৷ বড়দেবীর প্রতিমা তৈরিতে সাত হাত লম্বা ময়নাকাঠের প্রয়োজন হয় । প্রথা মেনে প্রথমে ডাঙরাই মন্দিরে শ্রাবণ মাসের শুক্লাষ্টমী তিথিতে ময়নাকাঠের পুজো হয় । পরে শোভাযাত্রা সহকারে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দির চত্বরে ৷ সেখানে একমাস পুজো হবার পর রাধাষ্টমী তিথিতে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হয় দেবীবাড়ির মন্দিরে । সেইমতোই মঙ্গলবার সকালে রাধাষ্টমী তিথিতে সেই ময়নাকাঠ নিয়ে আসা হল দেবীবাড়ি মন্দিরে । এরপর বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । এই পুজোতে জোড়া পায়রা ও পাঁঠা বলি দেওয়া হয় । পুজোতে অংশ নেন কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান । দেবী এখানে রক্তবর্ণা । দুর্গার পাশে যেমন লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক থাকে এখানে তেমন বড়দেবীর পাশে থাকে জয়া ও বিজয়া । মহালয়ার পর প্রতিপদ থেকে ঘট বসিয়ে পুজো শুরু হয় । পুজো চলে দশমী পর্যন্ত । আগে নরবলির প্রচলন থাকলেও বর্তমানে অষ্টমী তিথিতে মোষ বলি হয় । এছাড়াও প্রতিদিনই পাঁঠা ও পায়রা বলির প্রথা রয়েছে বড়দেবীর পুজোয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.