জলের অভাবে বন্ধ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন - দুর্গাপুরের খবর
🎬 Watch Now: Feature Video
গত শনিবার দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে গেছিল । আজ সকালে জলের অভাবে দুর্গাপুরে রাজ্য সরকারের তাপবিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল । এই তাপবিদ্যুৎ কারখানার দু'টি ইউনিট চালু ছিল । তার মধ্যে 8 নম্বর ইউনিট কয়েকদিন আগেই থেকেই বিকল হয়ে পড়ে আছে । শুধুমাত্র 7 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল কয়েকদিন ধরে । এই সাত নম্বর ইউনিটের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতিদিন 300 মেগাওয়াট করে ।যার মধ্যে প্রতিদিন আড়াইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই ইউনিট থেকে । এই কারখানার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 25 হাজার কিউসেক জল লাগে বলে জানা গেছে । কিন্তু সোমবার বিকেল থেকেই এই কারখানার রিজার্ভারে থাকা জল শেষ হতে থাকে । আজ সকাল থেকেই যে কারণে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ।