ঋষভের স্মরণসভা দু্র্গাপুরের পুলকার সংগঠনের - রিষভের স্মরণসভা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 26, 2020, 5:10 PM IST

ঋষভের স্মরণসভা আয়োজন দু্র্গাপুরের পুলকার সংগঠনের ৷ গত 14 ফেব্রুয়ারি হুগলির পোলবাতে পুলকার দুর্ঘটনায় মৃত্যু হয় ঋষভ সিংয়ের ৷ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন ৷ জেলায় জেলায় পুলকার ধরপাকড় শুরু হয় । পুলকারের ওপর নজরদারি বাড়ানো ছাড়াও রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করাও হয় ৷ অভিযোগ, পুলকার চালকের গাফিলতির জেরেই ছোট্ট ঋষভের মৃত্যু হয়েছে ৷ কিন্তু দুর্গাপুরের পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই ঘটনা মানতে পারেননি ৷ আজ তাঁরা আয়োজন করলেন ঋষভের স্মরণসভার ৷ পুলকার মালিকরা ও চালকরা একযোগে শপথ নিলেন, আগামীদিনে পুলকার চালকরা আরও সচেতন হয়ে গাড়ি চালাবেন যাতে পোলবার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে । আর যাতে কোনও ছোট্ট ঋষভের প্রাণ না যায় ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.