BJP - র নবান্ন অভিযান ঘিরে শহরজুড়ে পুলিশি নিরাপত্তা - Police security all over the city for BJP's Nabanna campaign rally
🎬 Watch Now: Feature Video
BJP-র নবান্ন অভিযান ঘিরে আটোসাটো শহরের নিরাপত্তা । অফিসপাড়ার একাংশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ নেতাজি সুভাষ রোড অর্থাৎ মহাকরণ, রিজ়ার্ভ ব্যাংক, ভারতীয় পূর্ব রেলের সদর দপ্তরসহ বিস্তীর্ণ এলাকায় পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়েছে । শুরু হয়েছে যানজট ৷ হাওড়ামুখী সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে । কোনওভাবেই বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না বাসগুলিকে । সিভিক পুলিশ নামিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে । শহরের মধ্যভাগে কর্মব্যস্ত অফিসপাড়ায় চূড়ান্ত ভোগান্তি । অতিরিক্ত 4 হাজার পুলিশ নামিয়ে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ । BJP - র অতর্কিতে আসা মিছিলের আশঙ্কায় সতর্ক রয়েছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কর্মীরা BJP অফিসে আসতে শুরু করেছেন ।