Elephant in Jhargram : ঝাড়গ্রামে হাতির দলের সামনে পড়ে গেল স্কুলছাত্রীরা
🎬 Watch Now: Feature Video
স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় হাতির দল (School Student Infront of Elephant at Jhargram) দেখতে পেয়ে বেশ কিছুক্ষণ আটকে পড়ল স্কুলছাত্রীরা। পরে বন দফতর খবর পেয়ে এলাকায় গিয়ে ওই পড়ুয়াদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের গোবিন্দপুর গ্রাম লাগোয়া রাস্তায়। প্রায় ২০ থেকে ২৫টি হাতির একটি দল (Elephant in Jhargram) গোবিন্দপুরের ক্যানেলের ব্রিজের নিচের পিচরাস্তা দিয়ে গোবিন্দপুরের দিকে যাচ্ছিল। সেই সময় স্কুল ছুটি হওয়ায় পড়ুয়ারা বাড়ি ফিরছিল। হাতির দল রাস্তা পারাপার করছে দেখতে পেয়ে মোবাইল বন্দী করে ফেলে অনেকে। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। জানতে পেরে বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে হাতির দলটিকে জঙ্গলে ঢুকিয়ে ওই পড়ুয়াদের গাড়িতে করে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।