ধুপগুড়িতে মিষ্টিমুখ করিয়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' অভিযান - Jalpaiguri
🎬 Watch Now: Feature Video
ফাইন বা সাজা নয় ট্রাফিক আইন অমান্য করলে মিলছে মিষ্টি ৷ হেলমেট ছাড়া বাইক চালালে পুলিশ খাওয়াচ্ছে নলেনগুড়ের মিষ্টি ৷ অভিনব কায়দায় 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার অভিযান ৷ জলপাইগুড়ির ধুপগুড়ি ট্রাফিক পুলিশের তরফে আজ সকাল থেকে চৌপথি এলাকায় অভিযানে নামে পুলিশ । হেলমেট নেই, সিটবেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছে, নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী নিয়ে যাচ্ছে এমন বাইক ও অন্যান্য গাড়ি চালকদের দাঁড় করিয়ে মিষ্টিমুখ করানো হয় ৷ সেইসঙ্গে তাদের হাতে দেওয়া হয় লিফলেট ৷ গাড়িতে লাগানো হয় 'সেফ ড্রাইভ, সেভ লাইফ'-এর স্টিকার ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রায় 50 জনকে মিষ্টিমুখ করানো হয়েছে ৷