Clash In Arambagh: টোটোচালককে মারধরের অভিযোগ বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে - টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ
🎬 Watch Now: Feature Video
এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর (Clash In Arambagh)। টায়ার জ্বালিয়ে সন্ধে থেকে অবরোধ করা হয় হাসপাতাল মোড়। অবশেষে বিশাল পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলে। এই ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটোচালকরা। টায়ার জ্বলতে থাকায় আরামবাগ-কলকাতা সংযোগকারী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ রাস্তা ফাঁকা করতে তৎপর হয়ে ওঠে। আরামবাগ থানার আইসি বরুণ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ অবরোধ তোলে। চলে দোকানে দোকানে তল্লাশিও। টোটো চালককে মারধরে অভিযোগের তীর খোদ আরামবাগ মহকুমা আদালতের এক বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। গুরুতর আহত টোটো চালকের নাম সৌরভ হোসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ মহকুমা আদালতের একজন বিচারপতির নিরাপত্তারক্ষী তাপস নায়েক এবং গাড়ির ড্রাইভার অসিত ঘোষ এই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত। এই বিষয়ে আহত টোটো চালকের স্ত্রী আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
TAGGED:
Clash In Arambagh