চাল চুরির মতো টিকা চুরি করবেন না প্লিজ়: বাবুল - কোরোনা ভ্যাকসিন নিয়ে আক্রমণ বাবুলের
🎬 Watch Now: Feature Video
কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র ৷ তিনি বলেন, " কেন্দ্রীয় সরকার বিনামূল্যে কোভিডের টিকা দেবেন । বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই সেই বিষয়ে জানানো হয়েছে । রাজ্যের মারফত সেই টিকা সরবরাহ হবে । তাই আমরা ফ্রিতে টিকা দেব ৷ এমন কথা মুখ্যমন্ত্রী বলবেন না । আপনি শুধু নিশ্চিত করুন চাল চুরির মতো আপনার দলের সদস্যরা যেন টিকা চুরি না করে।"