প্রতিবন্ধকতা, সেটা আবার কী ? ভারোত্তলনে সোনা জিতে তাক লাগাল 'বীর বাহাদুর' - strength lifting and inclined bench championship

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 1, 2019, 12:46 PM IST

সাত মাস বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে দু'পায়ের ক্ষমতা হারিয়েছিলেন নুর আলম । হাতের ওপর ভর দিয়েই এগিয়ে চলেছেন স্বপ্নজয়ের পথে ৷ মুর্শিদাবাদের বাহাদুরপুরে গ্রামে তাঁর বাড়ি ৷ বাবা সবজি বিক্রেতা, তাই পরিবার থেকেও সেভাবে সাহায্য মেলেনি ৷ অদম্য ইচ্ছাই তাঁকে স্বপ্নজয়ে পথ দেখিয়েছে ৷ গত 12-14 জুলাই সিকিমের ইয়াংথামে স্ট্রেনথলিফটিং অ্যান্ড ইনক্লাইন্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল । সেখানেই 52 কেজি গ্রুপে সাধারণ প্রতিযোগীদের সঙ্গে নামে নুর । সকলকে হার মানিয়ে জয় করে সোনার মেডেল ৷ তারপর থেকে বাহাদুরপুরের বীর বাহাদুর নামেই পরিচিত নুর ৷ আগে অনুশীলন করার পরিকাঠামো ছিল না ৷ এখন পাড়ার বন্ধুরা বাঁশের বেড়া দেওয়া ঘর তৈরি করে দিয়েছে ৷ সেখানেই নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন নুর ৷ এবার লক্ষ্য আরও বড় ৷ কাঙ্খিত স্বপ্নজয়ে আপাতত নিরলস প্রচেষ্টা আর অদম্য ইচ্ছাই নুরের সঙ্গী ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.